Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (মির্জাগঞ্জ, দুমকি ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস-মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, দেশে প্রকৃত গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তিনি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে দলমত নির্বিশেষে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে দুমকি উপজেলার একে মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে জেলা ও কেন্দ্রীয় বিএনপির শীর্ষ নেতারা অংশ নেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুট্টি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. মজিবুর রহমান টোটন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাকসুদ আহমেদ খান বায়েজীদ পান্না, এড. ওয়াহিদ সরোয়ার কালাম, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিচ জাহান শিরিন এবং সাবেক জেলা প্রশাসক জব্বার ফারুক।

বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন, “জনগণের ঐক্যবদ্ধ সমর্থনের মাধ্যমেই দেশে শান্তি ও জনগণের শাসন নিশ্চিত করা সম্ভব। বিগত দিনে মানুষ তাদের ভোটাধিকার হারিয়েছিল, এবার সেই অধিকার পুনরুদ্ধারের সময় এসেছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে আপনারা সবাই ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে ধানের শীষে আপনাদের রায় দেবেন।”

উপজেলা বিএনপি নেতা মতিউর রহমান দিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম হাওলাদারসহ বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে উঠান বৈঠকটি এক বিশাল জনসমাবেশে পরিণত হয়। এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগানে স্লোগানে এলাকা মুখর করে তোলেন।

মানবকণ্ঠ/ডিআর