Image description

গাজীপুর মহানগরীর পূবাইল থানায় প্রেমঘটিত বিরোধের জেরে এক কলেজছাত্রীকে (১৬) ধর্ষণচেষ্টার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ জানুয়ারি) ভোরে থানার খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পূবাইল খিলগাঁও এলাকার শাহারিয়ার সরকার ওরফে তাহসান (১৯), মো. নাদিম (১৯) এবং শাহারিয়ার ইসলাম (২০)। এ ঘটনায় মামলার অপর আসামি পারভেজ (১৯) বর্তমানে পলাতক রয়েছেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম টঙ্গীর একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। ওই ছাত্রীর সঙ্গে নয়ানীপাড়া এলাকার পারভেজের আগে প্রেমের সম্পর্ক ছিল। তবে পারভেজের স্বভাব-চরিত্র ভালো না হওয়ায় ভিকটিম সেই সম্পর্ক ছিন্ন করে শাহারিয়ার সরকার ওরফে তাহসানের সঙ্গে নতুন করে প্রেমে জড়ান। এতে ক্ষুব্ধ হয়ে পারভেজ ও তাহসান পরস্পর যোগসাজশে ভিকটিমের ওপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন।

গত ২৫ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে আসামিরা ভিকটিমের বাসায় অনধিকার প্রবেশ করেন। ভিকটিমকে একা পেয়ে তাহসান তাকে শয়নকক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে এবং একই সময় তার মা কাজ শেষে বাসায় ফিরলে আসামিরা পালিয়ে যান।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে পূবাইল থানায় একটি মামলা (নং-০৭(০১)২৬) দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম রাত্রীকালীন মোবাইল টিমের সহায়তায় সোমবার ভোর সোয়া ৬টার দিকে খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেন।

পূবাইল থানার সেকেন্ড অফিসার (এসআই) নাজমুল হক জানান, ধর্ষণচেষ্টার ঘটনায় চারজন জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামি পারভেজকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর