পুঠিয়ায় জামায়াত প্রার্থীর গণসংযোগে নারী ভোটারদের ব্যাপক সাড়া
রাজশাহী-৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মনজুর রহমান ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।
সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী পুঠিয়া উপজেলার বিভিন্ন এলাকায় তাঁর এই গণসংযোগে নারী ভোটারদের উপস্থিতি ও দোয়া লক্ষ্য করা গেছে।
সকাল থেকে মাওলানা মনজুর রহমান পুঠিয়া উপজেলার পীরগাছা বাজার, বারুইপাড়া, কান্দ্রা, তারাপুর ও গুচ্ছগ্রামসহ শিলমাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ ভোটারদের সাথে কুশলাদি বিনিময় করেন। দীর্ঘদিন পর এলাকায় জামায়াতে ইসলামীর প্রার্থী পেয়ে সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে নারী ভোটারদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও আগ্রহ দেখা গেছে। মাওলানা মনজুর রহমান ভোটারদের পারিবারিক ও সাংসারিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি এলাকার উন্নয়ন নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
গণসংযোগকালে মাওলানা মনজুর রহমান বলেন, “জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হলে আমি এই আসনে ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফ কায়েমে অগ্রাধিকার দেব। আপনাদের একটি ভোট রাষ্ট্রের পবিত্র আমানত। সমাজ থেকে অবহেলিত মানুষের অধিকার ফিরিয়ে দিতে এবং এলাকার সার্বিক উন্নয়নে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আপনারা কোনো বাধা বা ভয়ভীতি ছাড়াই কেন্দ্রে যাবেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন—পুঠিয়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ইউসুফ আলী মির্জা, পুঠিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি আহাদ আলী মন্টু এবং জামায়াত নেতা আব্দুল মজিদসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয় নেতাকর্মীরা জানান, মাওলানা মনজুর রহমান সরাসরি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ দিয়ে শুনছেন। এতে সাধারণ ভোটারদের মধ্যে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রতি আস্থা ও জনসমর্থন বেড়েছে। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments