Image description

হবিগঞ্জের মাধবপুরে সিলিন্ডার গ্যাসের অতিরিক্ত মূল্য আদায় ও অবৈধ মজুদের দায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার মনতলা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।

জানা গেছে, মনতলা বাজারের ‘তানিম এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে সিলিন্ডার গ্যাস বিক্রি করা হচ্ছিল। এছাড়া দোকানে কোনো মূল্য তালিকা ছিল না এবং বিপুল পরিমাণ সিলিন্ডার অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল। তল্লাশি চালিয়ে ওই দোকান থেকে লুকানো অবস্থায় ১০০টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানের দুই স্বত্বাধিকারী মামুন হোসেন ও মিয়াব আলীকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে শায়েস্তাগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের একটি চৌকস দল সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ জানান, জনস্বার্থে বাজার তদারকি ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অসদুপায় অবলম্বনকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মানবকণ্ঠ/ডিআর