Image description

‘আদালত এখন বন্ধ হবে। আবার জানুয়ারিতে চালু হবে। আর যদি খুলা হয় বম মারা হবে’ এমন লেখা সংবলিত একটি চিরকুট ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল আদালতের বিচারকের কক্ষের প্রবেশপথের দেয়ালে সাঁটানো অবস্থায় পাওয়া গেছে। একই ধরনের আরেকটি চিরকুট এএসএম মেহেদী হাসান নামে এক আইনজীবীর কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার চিরকুট দুটি নজরে আসার পর আদালত প্রাঙ্গণে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল আদালতের নাজির রবিউল ইসলাম। ঈশ্বরগঞ্জ বার অ্যাসোসিয়শনের পক্ষ থেকেও আরেকটি জিডি করা হয়।

পরিচয় গোপন রাখার শর্তে একাধিক বিচারপ্রার্থী জানান, আদালতের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি ক্যামেরা নেই এটি খুবই দুঃখজনক। যদি সিসিটিভি ক্যামেরা থাকত, তাহলে যে এই কাজটি করেছে তাকে চিহ্নিত করা যেত।

ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এএসএম সারোয়ার জাহান বলেন, আদালত প্রাঙ্গণে হুমকিসূচক চিরকুট পাওয়া উদ্বেগজনক। এতে বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের নিরাপত্তা নিয়ে গুরুতর শঙ্কা তৈরি হয়েছে। এ ধরনের কাজ যে করেছে তাকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, আদালত প্রাঙ্গণ ও এক আইনজীবীর কক্ষে হুমকিসূচক চিরকুট পাওয়ার ঘটনায় দুটি জিডি করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আদালত প্রাঙ্গণে পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারির ব্যবস্থা করা হয়েছে।