বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী পৌঁছেছেন। বৃহস্পতিবার ১২টার পর রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে। সেখান থেকে জনসভাস্থলে রওনা দিয়েছেন তিনি।
এদিন দুপুরে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে দুপুরে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
তারেক রহমানের সফর ঘিরে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সকাল থেকেই মাদ্রাসা মাঠে দেখা যায় দলটির নেতা-কর্মী ও সমর্থকদের। তারেক রহমানকে দেখতে দূর-দূরান্ত থেকে এসেছেন সাধারণ মানুষও।
সরেজমিনে দেখা যায়, মাঠের অর্ধেক মানুষে ভরে গেছে। বিপুল সংখ্যক মানুষ মাঠের আশপাশের এলাকায় অবস্থান করছেন। অনেক মানুষ ধীরে ধীরে মাঠেও প্রবেশ করছেন। শহরের বিভিন্ন এলাকা থেকে জনস্রোত যাচ্ছে মাঠের দিকে।
এসব মানুষের চাওয়া, তারেক রহমান রাজশাহীর উন্নয়নের রূপরেখা দিয়ে যাবেন এই জনসভা থেকে। কেউ আবার চান সন্ত্রাসমুক্ত দেশ। আবার কারও চাওয়া সাধারণ মানুষের নিরাপত্তা।
এই জনসমাবেশ থেকে তারেক রহমান নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বিএনপি মনোনিত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।
এদিকে জনসভাস্থলে মঞ্চ নির্মাণসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সমাবেশস্থল পরিদর্শন ও তদারকি করেন দলের জ্যেষ্ঠ নেতারা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজশাহী সফর শেষে নওগাঁ হয়ে বগুড়া সফর করবেন তারেক রহমান।
রাজশাহী বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত বলেন, ‘নাটোর, রাজশাহী মহানগর এবং রাজশাহী জেলা, ‘চাঁপাইনবাবগঞ্জের এমপি প্রার্থী ও নেতাকর্মীদের আমরা বলে দিয়েছি যে, দীর্ঘ সময় পর তারেক রহমানের আগমন উপলক্ষে তারা যেন এটাকে জনগণের মাঝে ছড়িয়ে দেয়।’
এর আগে, সব শেষ ২০০৩ সালে বিএনপির নেতা-কর্মীদের প্রশিক্ষণ উপলক্ষে রাজশাহী সফর করেন তারেক রহমান।




Comments