Image description

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে ৩১ দফার বাস্তবায়ন নিশ্চিত করা হবে। বুধবার (২৮ জানুয়ারি) দাউদপুর ইউনিয়নে গণসংযোগকালে তিনি আরও জানান, রূপগঞ্জে প্রতিটি ঘরে ঘরে অবৈধ গ্যাস সংযোগ বৈধ করা হবে।

দিনব্যাপী দাউদপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে গণসংযোগে অংশ নেন জেলা ও উপজেলা বিএনপির নেতারা।

উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরীফ আহমেদ টুটুল, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট হেলাল উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া, এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সহ অনেকে।

মানবকণ্ঠ/আরআই