বিজিবির উপর অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত: লে. কর্ণেল মহিউদ্দিন
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোটকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উপর অর্পিত দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১ ঘটিকায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নে প্রেস ব্রিফিং করে এসব কথা জানান অত্র জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক গৃহীত নিরাপত্তা প্রস্তুতি, দায়িত্ব পালনের পরিকল্পনা এবং সমন্বিত কার্যক্রম সম্পর্কে আপনাদের স্পষ্ট ধারণা দেওয়ার উদ্দেশ্যেই আজকের এই প্রেস ব্র্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বিত প্রচেষ্টায় খাগড়াছড়ি সেক্টরের আওতাধীন বাঘাইছড়ি উপজেলাস্থ সাজেক এবং বঙ্গলতলী ইউনিয়ন এলাকায় আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নিরাপদ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
তিনি জানান, বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক ইউনিয়নের দূর্গম পাহাড়ে ০৩টি ভোটকেন্দ্র (বেতলিং সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিয়ালদাইলুই সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং তুইচুইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়) বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) স্বতন্ত্রভাবে (সামরিক বাহিনী ব্যতীত) নির্বাচনকালীন নিরাপত্তা দায়িত্ব পালন করবে।
সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নের আরও ০৯টি ভোট কেন্দ্রে বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিতভাবে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে, যাতে করে যেকোন পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা যায়।
বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর সদস্যগণ আগামী ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ বেইজ ক্যাম্পে গমন করবে এবং ০৫টি প্লাটুন মোতায়েন করা হবে। জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় মোতায়েনকৃত বিজিবি সদস্যগন নির্বাচনকালীন পুরো সময়জুড়ে স্বতন্ত্রভাবে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে, সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন নিশ্চিতকল্পে ইতিমধ্যে আমাদের বিজিবির সদস্যবৃন্দ দুই ধাপে প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং মহড়া অনুশীলন করেছে।
নির্বাচনকালীন সময়ে খাগড়াছড়ি সেক্টরের আওতাধীন বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় বিশেষ গুরুত্ব দিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি কার্যক্রম অব্যাহত থাকবে।
সীমান্ত এলাকায় কঠোর নজরদারী, গোয়েন্দা তৎপরতা ও প্রতিপক্ষের সাথে সমন্বয়ের মাধ্যমে নিশ্চিত করা হবে যেন কোনো সশস্ত্র গোষ্ঠী, অপরাধী বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে নির্বাচন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে না পারে। এই বিষয়ে বিজিবি সর্বদা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে।




Comments