মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ উপলক্ষে টঙ্গিবাড়ী উপজেলার ভোট গ্রহনকারী কর্মকর্তাগণের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় উপজেলার সোনারং সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুর মহল আসরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপি এম, মুন্সীগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জশীম উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন, টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ,উপজেলা সহকারি কমিশনার ভূমি মেঃ ওয়াজেদ ওয়াসীফ,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শফিকুর রহমান সোনারং সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।




Comments