মাদারীপুর পৌর শহরের বটতলা ও সবুজবাগ এলাকার কিশোরদের দুই গ্রুপের মধ্যে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে প্রায় অর্ধশত ককটেল বোমার বিস্ফোরণ ঘটে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রণক্ষেত্রে পরিণত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে বটতলা এলাকায় বেশ কয়েকটি দোকানপাট ও বসতঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ককটেল বিস্ফোরণের বিকট শব্দে এলাকাবাসী দিগ্বিদিক ছুটতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস (টিয়ার শেল) নিক্ষেপ করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই দুই এলাকার কিশোরদের মধ্যে এমন সংঘর্ষ নতুন কিছু নয়। মাত্র এক সপ্তাহ আগেও তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাড়িঘরে হামলা চালিয়েছিল। বারবার এমন ঘটনা ঘটলেও স্থায়ী কোনো সমাধান হচ্ছে না, ফলে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরিফ ও নীরব নামে দুইজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments