হিন্দু সম্প্রদায়ের বাড়ি বাড়ি গিয়ে হুমকির অভিযোগ, নির্বাচন স্থগিতের দাবি
জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব ও লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের প্রার্থী মশিউর রহমান রাঙ্গা অভিযোগ করেছেন, নির্বাচনে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজনকে বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, বিভিন্ন প্রার্থীর লোকজন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বলছেন— নির্দিষ্ট প্রতীকে ভোট না দিলে ১২ তারিখের পর তাদের কেটে ফেলা হবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) জেলার হাতীবান্ধায় নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মশিউর রহমান রাঙ্গা বলেন, "বর্তমানে এলাকায় নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ নেই। পুলিশ ও প্রশাসন সঠিকভাবে কাজ করতে পারছে না। আমাকে এবং আমার সমর্থকদের নির্বাচনী প্রচারণায় পদে পদে বাধা দেওয়া হচ্ছে।" এ সময় তিনি উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন স্থগিতের জোর দাবি জানান।
তিনি আরও অভিযোগ করেন, ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে একটি বিশেষ মহলের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে। তাদের বলা হচ্ছে— ভোট না দিলে ১২ তারিখের পর তাদের 'কেটে ফেলা হবে'। এমন ভয়াবহ হুমকির ফলে সাধারণ ভোটারদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে বলে তিনি মন্তব্য করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments