যশোরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশেক হাসান বলেছেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে। এখানে ব্যর্থতার কোনো সুযোগ নেই। নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, তাই আগামী ১২ তারিখের নির্বাচনে আমাদের সফল হতেই হবে।”
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ঢাকা কর্তৃক আয়োজিত এবং অভয়নগর উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফয়সল কাদের, যশোরের পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব।
এ সময় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে কঠোর দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জানান, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও অন্যান্য বাহিনী তৎপর থাকবে।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে অভয়নগর উপজেলার মোট ৭৮ জন প্রিজাইডিং অফিসার অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ তানভীর জামান প্রমুখ।
মানবকণ্ঠ/ডিআর




Comments