
গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে মোট এক হাজার ৬৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ১২৬ জন এবং অন্যান্য ঘটনায় ৫৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, আসামিদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং তিন রাউন্ড পুরাতন কার্তুজ উদ্ধার করা হয়েছে। এই অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
Comments