Image description

খুলনা মহানগরীর শেরে বাংলা রোডের ২৬নং ওয়ার্ড কার্যালয়ের সামনে সন্ত্রাসীদের গুলিতে দুই জন আহত হয়েছে। আহতরা হলেন ঐ এলাকার বাসিন্দা মো. মনির ও শ্বশুরবাড়িতে বেড়াতে আসা হানিফ শেখ।

স্থানীয়রা ও পুলিশ জানায়, মঙ্গলবার রাত আটটার দিকে ২৬নং ওয়ার্ড কার্যালয়ের অপজিটে চা খাচ্ছিলেন মো. মনির ও হানিফ শেখ। এসময় সন্ত্রাসীরা কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসে তাদের গুলি করে চলে যায়। মো. মনির রাজ মিস্ত্রীর কাজ করে। হানিফ শেখ বাগেরহাটের যাত্রাপুর থেকে খুলনায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিলুল ইসলাম জানান, হানিফ শেখের কানে গুলি লেগেছে ও মনির এর পাছায় গুলি লেগেছে। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।