
অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেপ্তার করেছে।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, সোমবার দিনব্যাপী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং অন্যান্য অপরাধে জড়িত মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে দ্রুত বিচার আইনের আওতায় ১০ জন, মানব পাচার মামলায় ২ জন, চুরির অভিযোগে ১ জন, পরোয়ানাভুক্ত ৩ জন, অন্যান্য অপরাধে ৪ জন, ডিএমপি মামলায় ১ জন এবং শিশু সংশ্লিষ্ট অভিযোগে ১ জনকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের নাম ও বয়স হলো: রবিন ওরফে রবিউল (৩৫), ইলিয়াস (২৩), হাফিজুর (২১), শিহাব (২২), আহনাফ (১৪), ইয়াসির আরাফাত (১৬), আমিনুর (৩৫), বাবুল (৪৬), লিপি (৪৭), শামীম (৩৫), জুয়েল সোহেল (৩৫), রতন (৩৬), পান্না (২৮), রুবেল (৩৪), সোহেল (২৭), বিল্লাল (২৮), শাহীন ভুতো (২৮), রাসেল হীরা (২১), সাব্বির বাপ্পি (২৩), আলমাস (২০), রতন চন্দ্র (২৫) এবং বিশাল মিয়া (২২)।
গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
Comments