
চট্টগ্রামের লোহাগাড়ায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশ ধসে হেলাল উদ্দিন (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের রশিদের পাড়ার শাহ ছমিউদ্দিন মাজার সংলগ্ন এলাকায় সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটে।
নিহত হেলাল উদ্দিন কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হোসেন সিকদারপাড়ার কামাল উদ্দিনের ছেলে এবং তিনি তিন সন্তানের জনক ছিলেন।
নিহতের ফুফাতো ভাই খলিল আহমদ জানান, হেলাল দীর্ঘ ছয় বছর ধরে লোহাগাড়ায় রাজমিস্ত্রির কাজ করতেন। প্রতিদিনের মতো সেদিন সকালেও তিনি কাজে যোগ দিয়েছিলেন। আরেকজন শ্রমিক তাকে ফোন করে জানায় যে ভবনের বেলকনির কার্নিশ ভেঙে হেলালের মাথায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার নাজির আহমেদ জানান, নির্মাণাধীন ভবনের বেলকনির সেন্টারিং খোলার সময় কার্নিশ ভেঙে পড়লে হেলাল উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। পরে ভবনের চতুর্থ তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানিয়েছেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
Comments