
নারায়ণগঞ্জের বন্দর খেয়াঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে এক অজ্ঞাত যুবকের নগ্ন মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নদী থেকে তুলে আনে।
সদর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রকিবুল হাসান জানান, উদ্ধারকৃত যুবকের মরদেহটি ছিল সম্পূর্ণ উলঙ্গ এবং তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, পুলিশ নিহতের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই জানা যাবে এটি হত্যা নাকি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা।
Comments