Image description

কোম্পানির অর্থ আত্মসাৎ ও গ্রাহকদের সাঙ্গে প্রতারণার অভিযোগে আজহারুল ইসলাম ফিরোজ ও রিজভী আহমেদ নামে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ অক্টোবর) দুপুরে খিলক্ষেত থানা পুলিশ অভিযান চালিয়ে এই দুই ব্যক্তিকে গ্রেফতার করে। 

খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, প্রতারণার একটি মামলায় আজহারুল ইসলাম ফিরোজ ও রিজভী আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

জানা গেছে, গ্রেপ্তারকৃত আজহারুল ইসলাম ফিরোজ ও রিজভী আহমেদ আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের গ্রাহক সম্পর্ক (সিআর) বিভাগে চাকরিরত অবস্থায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে। এসব অভিযোগে গত ২ জুলাই তাদের বিরুদ্ধে গুলশান থানায় একটি অভিযোগ দায়ের করা হয়, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেড তাদের সকল গ্রাহক ও স্টেকহোল্ডারদের প্রতি আহ্বান জানিয়েছে, এই ধরনের প্রতারণামূলক কার্যকলাপ সম্পর্কে সতর্ক থাকতে এবং কোম্পানির সঙ্গে সরাসরি যোগাযোগ করে যেকোনো তথ্য যাচাই করতে। এই ঘটনায় আশিয়ান ল্যান্ডসের দ্রুত ও স্বচ্ছ পদক্ষেপ গ্রাহকদের মধ্যে তাদের প্রতি আস্থা আরও জোরদার করেছে।