চট্টগ্রামের ফটিকছড়িতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন হাফেজ মো. রমজান আলী (৪২) নামে এক ব্যবসায়ী।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভূজপুর ইউনিয়নের রাবার ড্যামের পশ্চিম পাশে রঈপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত হাফেজ মো. রমজান আলী ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ড মোয়াজ্জমপাড়ার গনি মেম্বার বাড়ির হারুনের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে রাবার ড্যাম এলাকায় স্টেশনারির ব্যবসা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রমজান বাড়ি ফেরার পথে রাবার ড্যাম এলাকায় পৌঁছলে মোটরসাইকেল করে আসা কয়েকজন দুর্বৃত্ত পথরোধ করে। পরে গুলি করে তার কাছে থাকা টাকা ছিনতাই করে পালিয়ে যায়। গুলির শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে ভূজপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে জানতে ভূজপর থানার ওসি মাহাবুবুল হককে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি। পরে সহকারী পুলিশ সুপার কাজী তারেক আজিজকে ফোন করা হলে তিনিও ফোন রিসিভ করেননি।




Comments