বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে সারা দেশে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গসংগঠনের নেতকার্মীরা এতিম শিশুদের বিশেষ খাবার দেওয়াসহ বিভিন্ন মানবিক উদ্যোগ নিয়েছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সারা দেশে বিভিন্ন মানবিক উদ্যোগ নেন নেতকর্মীরা।
তরুণ সমাজকে মাদকমুক্ত এবং স্বাস্থ্য সচেতন করতে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন দৌড় ‘ঐক্যবদ্ধ গাজীপুর-১’। গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা, কালিয়াকৈর উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী এ ম্যারাথন দৌড়ে অংশ নেন।
ব্যতিক্রমী ওই আয়োজন করেন গাজীপুর জেলা বিএনপির সদস্যসচিব ও গাজীপুর-১ (কালিয়াকৈর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জে মুসলিম নগর এতিমখানা শিশু সদনে শতাধিক এতিমদের জন্য বিশেষ খাবার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির উদ্যোগে এই আয়োজন করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রফী উদ্দিন ফয়সালের পক্ষ থেকে কালাপানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বড় খালের ওপর একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে।
সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে এ বাঁশের সাঁকোটি নির্মাণ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এটি জনসাধারণের চলাচলের জন্য উম্মুক্ত করে দেয়া হয়।
তারেক রহমানের ৬১তম জন্মদিন মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার কালিয়াকৈর বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে ওই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখের কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো, মজিবুর রহমান, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সামছুল আলম সরকার,মিজানুর রহমান সেলী, আমজাদ হোসেন প্রমুখ।
দিনাজপুরের বীরগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে খতমে কুরআন, বিশেষ দোয়া ও মাদরাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে পৌর শহরের হিলি কাছিমিয়া উলুম হাফেজিয়া এতিমখানা ও কাওমি মাদরাসায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল, ছাত্রদলের চঞ্চলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বগুড়া
তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় তিন দিনব্যাপী ৬০টি পয়েন্টে স্বেচ্ছাশ্রমে ধান কাটার কর্মসূচি শুরু করেছে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের নেতাকর্মীরা।
প্রথম দিনে বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপজেলার কিচক, মোকামতলা ও ময়দানহাট্টা ইউনিয়নের ১২টি পয়েন্টে ১২ দল ভাগ হয়ে অসহায় ও শ্রমিক সংকটে থাকা কৃষকদের ধান কেটে সহায়তা করেন তারা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শতাধিক দুস্থ, অসহায় ও অসুস্থ ব্যক্তির মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মো. খোরশেদ আলম।
ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব তহবিল থেকে তিনি এই ব্যতিক্রমী আয়োজন করেন। বৃহস্পতিবার দুপুরে সাভার পৌরসভার ছায়াবীথি এলাকায় নিজ বাসভবনে লায়ন মো. খোরশেদ আলম এ কর্মসূচির আয়োজন করেন।
নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা-১৯ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহপরিবার কল্যাণ সম্পাদক ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে পিরোজপুরের নাজিরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে মাদরাসার ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার পশ্চিম ছোট বুইচাকাঠী আজিজিয়া হাফিজিয়া মাদরাসার হিফজ একাডেমির মূল কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল হয়েছে। তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকার জন্য দোয়া করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে টাঙ্গাইল কোর্ট মসজিদে দোয়া মাহফিলটি হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক, সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফি ইথেন, জেলা ছাত্রদলের সদস্য সচিব এমএ বাতেনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আবু জাফর আহাম্মেদ বাবুলের উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল অবধি মিশনপাড়াস্থ দলীয় কার্যালয়ে রক্তদান কর্মসূচি পালিত হয়। এদিন সকালে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল, খানপুরস্থ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও বাগবাড়ি হাসপাতালের রোগীদের জন্য মোট ৬টি হুইল চেয়ার প্রদান করা হয়। এ ছাড়া হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিন ও হ্যান্ডমাইক বিতরণ করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত বন্দরের পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়।




Comments