সনদ জালিয়াতির মাধ্যমে চাকরিতে যোগদানের দায়ে ৩৮ ও ৪১তম বিসিএসের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে এই মামলার অনুমোদন দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।
অভিযুক্ত কর্মকর্তারা হলেন ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের সঞ্জয় দাস, ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারের সুকান্ত কুণ্ডু এবং ৩৮তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের আবু সালেহ মো. মুসা।
দুদকের অনুসন্ধান প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্তরা স্নাতক পরীক্ষার জাল অবতীর্ণ সনদ প্রস্তুত করে পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) দাখিল করার মাধ্যমে বিসিএস ক্যাডারে চাকরি বাগিয়ে নিয়েছিলেন।
পিএসসির নিজস্ব তদন্তে এই দীর্ঘদিনের অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পর তাদের সুপারিশের ভিত্তিতেই দুদক আইনি পদক্ষেপ নিয়েছে। সনদ যাচাই-বাছাইয়ে দেখা গেছে, আবেদনকালে দাখিল করা সেসব তথ্য ও সনদ সম্পূর্ণ ভুয়া ছিল।
এই অপরাধের প্রেক্ষিতে দুদক বিধিমালা অনুযায়ী কমিশন তাদের বিরুদ্ধে মামলা রুজু করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments