Image description

সেবা গ্রহীতা ও ব্যবসায়ীদের বিরোধিতার মধ্যেই বিভিন্ন সেবাখাতে বর্ধিত মাশুল কার্যকর করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার রাত ১২টার পর থেকে এ মাশুল কার্যকর হবে বলে জানা গেছে।

৫৬টি সেবার বিপরীতে গড়ে মাশুল বাড়ছে প্রায় ৪১ শতাংশ। যদিও টাগ বোট সার্ভিস, পাইলট চার্জসহ কিছু কিছু সেবায় মাশুল বৃদ্ধির হার দ্বিগুণ থেকে চার গুণ।

ব্যবসায়ীরা বলছেন, এতে একটি ২০ ফুট কনটেইনারে পণ্য আমদানি ও রপ্তানিতে খরচ বাড়বে ১২ থেকে ১৪ হাজার টাকা। যা বহনের সক্ষমতা নেই তাদের। এর আগে গত ১৪ সেপ্টেম্বর মাশুল বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হলেও ব্যবসায়ীদের সমালোচনার মুখে এক মাসের জন্য নতুন ট্যারিফ কার্যকর স্থগিত করে বন্দর কর্তৃপক্ষ।

সে মেয়াদ শেষে বুধবার (১৫ অক্টোবর) থেকে কার্যকর হচ্ছে নতুন মাশুল। যদিও ব্যবসায়ীরা এক যোগে এত মাশুল না বাড়িয়ে ধাপে ধাপে বাড়ানোর দাবি জানিয়েছিলেন।

নতুন মাশুল স্থগিত রেখে বন্দর ব্যবহারকারীদের সঙ্গে আলোচনার পর মাশুল নির্ধারণের দাবি তাদের। বিদেশি অপারেটরদের লাভের জন্য মাশুল বাড়ানো হচ্ছে অভিযোগ ব্যবসায়ীদের। এ সিদ্ধান্ত দেশের অর্থনীতির জন্য আত্মঘাতী হবে বলে মনে করেন তারা। এতে রপ্তানি প্রতিযোগিতার সক্ষমতা কমবে এবং সার্বিকভাবে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে।