Image description

ঢাকা কলেজে শিক্ষকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টুঙ্গিপাড়া সরকারি কলেজের শিক্ষকরা অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছেন।

মঙ্গলবার সকাল থেকে শিক্ষকরা ক্লাস বর্জন করে কলেজ প্রাঙ্গণে কালো ব্যাজ ধারণ করে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। এ সময় টুঙ্গিপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সাঈদ মাহমুদ, শিক্ষক পরিষদের সম্পাদক মাসুদ মিয়া, সহকারী অধ্যাপকসহ কলেজের সকল শিক্ষক ও কর্মকর্তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, “ঢাকা কলেজে শিক্ষক ও কর্মকর্তাদের ওপর হামলা একটি ন্যাক্কারজনক ও নিন্দনীয় ঘটনা। শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের জরুরি দাবি।” তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান।

প্রসঙ্গত, গত সোমবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা কলেজ প্রাঙ্গণে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা পদযাত্রা শুরু করে। এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে, যা পরে উত্তপ্ত আকার ধারণ করে। একপর্যায়ে টিচার্স লাউঞ্জে ভাঙচুর চালানো হয় এবং কয়েকজন শিক্ষক আহত হন।

এ ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা কর্মবিরতি ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। টুঙ্গিপাড়া সরকারি কলেজের শিক্ষকদের এই অবস্থান কর্মসূচি এই প্রতিবাদেরই একটি অংশ।