দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন সম্প্রতি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র সাথে একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে। এই সহযোগিতার মূল লক্ষ্য হচ্ছে অত্যাধুনিক সংযোগ এবং স্মার্ট সমাধানের মাধ্যমে তিতাস গ্যাসের ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করা এবং তাদের কার্যক্রমের দক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধি করা।
এই পার্টনারশিপের আওতায় গ্রামীণফোন তিতাস গ্যাসের কর্মীদের জন্য বিশেষায়িত ভয়েস ও ইন্টারনেট সেবা প্রদান করবে, যা সারা দেশে তাদের কার্যক্রমে নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করবে। এছাড়াও, গ্রামীণফোন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং ইন্টারনেট অব থিংস (আইওটি) ভিত্তিক সমাধান প্রবর্তন করবে। এই উদ্ভাবনী সমাধানগুলো তিতাস গ্যাসের কাজের ধারাকে আরও গতিশীল করবে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে সহজতর করবে এবং ডেটা-নির্ভর স্মার্ট কার্যক্রমের পথ সুগম করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি ঢাকার কারওয়ান বাজারে তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এই সময় গ্রামীণফোনের হেড অব আর্মড ফোর্সেস, এনার্জি সেক্টর ও স্ট্র্যাটেজিক বিজনেস খন্দকার রিয়াজ রহমান এবং তিতাস গ্যাসের কোম্পানি সেক্রেটারি মো. লুৎফুল হায়দার মাসুম কর্পোরেট চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ এবং তিতাস গ্যাসের ম্যানেজিং ডিরেক্টর শাহনেওয়াজ পারভেজ।
অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ বলেন, “আমাদের এন্টারপ্রাইজ পার্টনারদের আস্থা ও বিশ্বাস আমাদের কাছে অমূল্য। গ্রামীণফোন উদ্ভাবনী ও উপযোগী সমাধানের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল রূপান্তরে প্রতিশ্রুতিবদ্ধ। তিতাস গ্যাসের সাথে এই পার্টনারশিপ আমাদের এই প্রতিশ্রুতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। অত্যাধুনিক সংযোগ এবং আইওটি-ভিত্তিক সেবার মাধ্যমে আমরা দেশের গুরুত্বপূর্ণ শিল্পগুলোর ক্ষমতায়নে কাজ করছি, যাতে আরও স্মার্ট, টেকসই ও ভবিষ্যত-উপযোগী কার্যক্রমের পাশাপাশি জাতীয় অগ্রগতি নিশ্চিত হয়।”
তিতাস Bongas Gas Transmission and Distribution PLC-এর ম্যানেজিং ডিরেক্টর শাহনেওয়াজ পারভেজ বলেন, “এই পার্টনারশিপ আমাদের ডিজিটাল অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গ্রামীণফোনের আধুনিক প্রযুক্তি আমাদের দক্ষতা, স্বচ্ছতা ও গ্রাহকসেবার মান উন্নত করবে। তাদের সংযোগ ও আইওটি ক্ষেত্রের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা জ্বালানি খাতে নতুন মানদণ্ড স্থাপন করতে চাই।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের হেড অব গভর্নমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেস নুরুল ফেরদৌস মুসান্না, স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার মো. মাহমুদুর রহমান, হেড অব ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অ্যাডজাসেন্ট বিজনেস রিপন কুমার পাল; তিতাস গ্যাসের জেনারেল সার্ভিসেস ডিভিশনের জেনারেল ম্যানেজার সৈয়দা আতিয়া বিলকিস, অপারেশনস ডিভিশনের জেনারেল ম্যানেজার প্রকৌশলী কাজী মোহাম্মদ সাঈদুল হাসান, আইসিটি ডিভিশনের জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই পার্টনারশিপ তিতাস গ্যাসের কার্যক্রমকে আরও দক্ষ ও স্বচ্ছ করার পাশাপাশি গ্রাহকসেবার মান উন্নত করবে। গ্রামীণফোনের উন্নত প্রযুক্তি ও সংযোগ ব্যবস্থার মাধ্যমে জ্বালানি খাতে উদ্ভাবন ও উৎকর্ষতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা যাচ্ছে। এই উদ্যোগ দেশের ডিজিটাল অগ্রযাত্রা ও জাতীয় অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




Comments