Image description

এখন থেকে ব্যাংকগুলো কর ও সঞ্চিতি সংরক্ষণ পরবর্তী নিট মুনাফা করতে না পারলে উৎসাহ বোনাস দিতে পারবে না। মূলধন সংরক্ষণ বা প্রভিশন ঘাটতি রেখেও এ ধরনের বোনাস দেওয়া যাবে না। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোতে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি এবং আর্থিক সক্ষমতা পর্যালোচনায় আনরিয়ালাইজড বা নগদায়ন না করা আয়ের বিপরীতে উৎসাহ বোনাস দেওয়ার বিষয়টি আর্থিক সুশাসন এবং দক্ষ ব্যাংকিং ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এখন থেকে কোনো ব্যাংক নির্ধারিত নিট মুনাফা অর্জন করতে পারলেই কেবল উৎসাহ বোনাস দিতে পারবে। পুঞ্জিভূত মুনাফা থেকে কোনো ধরনের উৎসাহ বোনাস দেওয়া যাবে না। কোনো ব্যাংকের রেগুলেটরি মূলধনে ঘাটতি বা সঞ্চিতি ঘাটতি থাকলেও দেওয়া যাবে না। একটি ব্যাংকের প্রভিশন সংরক্ষণে বাড়তি সময় দেওয়া হলে মুনাফা হিসাবের ক্ষেত্রে তা বিবেচনায় নেওয়া যাবে না।

এতে বলা হয়েছে, বোনাস দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সূচকের উন্নতি ও খেলাপি ঋণ আদায়ে দৃশ্যমান অগ্রগতি বিবেচনায় নিতে হবে। রাষ্ট্রীয় মালিকানার ব্যাংকের ক্ষেত্রে সরকারের উৎসাহ বোনাস নির্দেশিকা অনুসরণ করতে হবে। এই নির্দেশিকায় নিট মুনাফা ছাড়া উৎসাহ বোনাস না দেওয়ার কথা বলা হয়েছে। তবে কোনো ব্যাংকের বিশেষ কোনো সূচকের দৃশ্যমান উন্নতি করতে পারলে মন্ত্রণালয়ের কাছে একটি বোনাসের জন্য আবেদন করার সুযোগ রয়েছে।