Image description

রাজধানীতে শীতের সবজির সরবরাহ বাড়লেও কমছে না দাম। শুক্রবার ছুটির দিনে বাজার করতে এসে হতাশ হয়ে ফিরছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা। সবজি থেকে শুরু করে মাছ-মাংস, সবকিছুর দামই চড়া।

একনজরে আজকের বাজার দর:

সবজি: বেগুন, গাজর, শসা, কাঁচা মরিচ ও নতুন আলু প্রতি কেজি ৮০ টাকা। বরবটি ও করলা ১০০ টাকা। ফুলকপি-বাঁধাকপি ৪০ টাকা (মাঝারি)।

মাছ: রুই ৩২০-৩৫০ টাকা, তেলাপিয়া ২২০-২৫০ টাকা, বড় চিংড়ি ৮০০-৯০০ টাকা।

মাংস: ব্রয়লার মুরগি ১৭০-১৮০ টাকা, গরুর মাংস ৭৫০ টাকা, খাসির মাংস ১১০০ টাকা।

ব্যবসায়ীরা দাবি করছেন, টানা বৃষ্টিতে ফলন নষ্ট হওয়া এবং পরিবহন খরচের কারণে দাম কমানো সম্ভব হচ্ছে না। তবে ক্রেতাদের অভিযোগ, পাইকারি বাজারের সাথে খুচরা বাজারের দামের বিস্তর ফারাক। সাধারণ ভোক্তাদের দাবি, মনিটরিং ব্যবস্থা জোরদার না করলে এই উচ্চমূল্যের চাপ সামলানো অসম্ভব হয়ে পড়বে।