Image description

নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে। প্রাথমিকভাবে চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা তুলতে পারছেন গ্রাহকেরা। 

তবে গ্রাহকের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষার পরও টাকা তুলতে না পারায় অনেকেই অধৈর্য হয়ে পড়ছেন। তবে শেষ পর্যন্ত নিজের জমানো টাকা ব্যাংক থেকে ফেরত পেয়ে স্বস্তিতে ঘরে ফিরছেন গ্রাহকেরা। 

গ্রাহকরা জানান, অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে গ্রাহকের জাতীয় পরিচয়পত্র, ব্যাংকের সাথে বিগত সময়ে আর্থিক লেনদেনের তথ্য যাচাই-বাছাই করছেন ব্যাংকটির কর্মকর্তারা। এ জন্য ব্যাংকের শাখাগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। অনলাইন ব্যাংকিং কার্যক্রম চললেও এক শাখার গ্রাহক অন্য শাখায় গিয়ে টাকা তুলতে পারছেন না।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, প্রাথমিকভাবে আমানতকারীরা চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা নিতে পারছেন। তবে ধীরে ধীরে সব ধরনের গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া হবে।  

গ্রাহকদের অর্থ ফেরত ছাড়াও টাকা জমা, ঋণপত্র খোলাসহ বাণিজ্যিক কার্যক্রম চলছে সম্মিলিত ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায়।