Image description

বিশ্ববাজারে সোনার দাম নতুন রেকর্ড গড়েছে, আউন্স প্রতি সর্বকালের সর্বোচ্চ ৪,৬৩৯ ডলারে পৌঁছেছে। এদিন রুপার দামও ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে, প্রতি আউন্স ৯০.১১ ডলারে পৌঁছেছে।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে কম থাকায় এবং ফেডারেল ব্যাংক সুদের হারের কমানোর সম্ভাবনা জোরদার হওয়ায় বিনিয়োগকারীদের সোনা ও রুপার দিকে ঝোঁক বেড়েছে।

বুধবার বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে মার্কিন স্পট মার্কেটে সোনার দাম এক শতাংশ বেড়ে আউন্স প্রতি ৪,৬৩২.০৩ ডলারে অবস্থান করেছিল। ফিউচার মার্কেটে ফেব্রুয়ারির সরবরাহযোগ্য সোনার দামও ০.৯ শতাংশ বেড়ে ৪,৬৩৯.৫০ ডলারে লেনদেন হয়েছে।

রুপার ক্ষেত্রেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। চলতি বছরে রুপার দাম ইতিমধ্যেই প্রায় ২৭ শতাংশ বেড়েছে। এদিকে প্লাটিনামের দাম ২.৭ শতাংশ বেড়ে ২,৩৮৬.৬০ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ০.৮ শতাংশ বেড়ে ১,৮৫৪.৭০ ডলারে উঠেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির এই তুলনামূলক শান্ত চিত্র এবং সুদের হার কমানোর সম্ভাবনা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা আরও বাড়িয়েছে। এ পরিস্থিতিতে এএনজেড ব্যাংক অনুমান করছে, ২০২৬ সালের প্রথমার্ধেই সোনার দাম প্রতি আউন্স ৫,০০০ ডলারের ওপর যেতে পারে। রুপার দামও ঊর্ধ্বমুখী থাকবে, যা প্রতি আউন্স ১০০ ডলারের আশেপাশে পৌঁছাতে পারে।

মানবকণ্ঠ/আরআই