বিশ্বব্যাংক জানিয়েছে, চলতি অর্থবছরে (২০২৫-২৬) বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ হতে পারে। আগামী অর্থবছর, অর্থাৎ ২০২৬-২৭ সালে প্রবৃদ্ধি বাড়ে ৬.১ শতাংশ পর্যন্ত পৌঁছাবে বলে পূর্বাভাস দিয়েছেন সংস্থাটি।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) প্রকাশিত গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস জানুয়ারি সংস্করণে বলা হয়েছে, মানুষের ভোগ ব্যয় বাড়ার পাশাপাশি মূল্যস্ফীতির চাপ কমার কারণে বাংলাদেশে সরকারি খরচ ও বিনিয়োগ বাড়বে। ২০২৬ সালে জাতীয় নির্বাচন এবং নতুন সরকারের কাঠামোগত সংস্কার শিল্পখাতকে আরও শক্তিশালী করবে।
বিশ্বব্যাংক উল্লেখ করেছে, বর্তমানে বাংলাদেশের মূল্যস্ফীতি লক্ষ্য অতিক্রম করছে, তবে কঠোর মুদ্রানীতি কার্যকর হয়েছে। এছাড়া, আন্তর্জাতিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক বাংলাদেশের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায়, ভুটানে ৭.৩%, ভারত ৬.৫%, শ্রীলঙ্কা ৩.৫%, নেপাল ২.১% ও মালদ্বীপে ৩.৯% প্রবৃদ্ধির পূর্বাভাস রয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের জন্য কোনো পূর্বাভাস দেওয়া হয়নি।
এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানাচ্ছে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) জিডিপি প্রবৃদ্ধি ৪.৫%, যা আগের অর্থবছরের একই সময়ে ২.৫৮% ছিল।
বিশ্বব্যাংক আশা করছে, আগামী দুই বছরে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীল থাকবে, ২০২৬ সালে কমে ২.৬% এবং ২০২৭ সালে ২.৭% এ পৌঁছাবে।
মানবকণ্ঠ/আরআই




Comments