Image description

ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স ১০০ ডলারে পৌঁছেছে রুপা, যা বৈশ্বিক পণ্যবাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ২০২৫ সালে মূল্যবান এই ধাতুর নজিরবিহীন মূল্যবৃদ্ধির ধারা নতুন বছরেও অব্যাহত থাকলেও, এর দ্রুতগতির উত্থান নিয়ে সতর্কবার্তা দিচ্ছেন বিশ্লেষকেরা। তাদের মতে, চাহিদা ও জল্পনার চাপে রুপার বাজারে ঝুঁকিও বাড়ছে।

স্টোনএক্সের বিশ্লেষক রোনা ও’কনেল বলেন, ‘ভূরাজনৈতিক বিবেচনায় স্বর্ণের দাম গতি পাচ্ছে। তাই তুলনামূলকভাবে কম দামের কারণে রুপাও এর সুফল পাচ্ছে। দেখা যাচ্ছে, সবাই এখন রুপার বাজারে জড়াতে চাইছে, কিন্তু একই সঙ্গে সতর্কবার্তাও দিচ্ছে। যখনই ফাটল দেখা দেবে, তা সহজেই গভীর খাদে রূপ নিতে পারে। প্রস্তুত থাকুন।’

গয়না, ইলেকট্রনিক্স, সৌর প্যানেলে ব্যবহৃত রুপার দাম শুক্রবার (২৩ জানুয়ারি) স্পট মার্কেটে ৫ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১০১ ডলারে দাঁড়িয়েছে।

২০২৫ সালে ১৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছিল রুপার দাম। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত রুপার দাম আরও ৪০ শতাংশ বেড়েছে। একই দিনে স্বর্ণের দামও রেকর্ড প্রতি আউন্স ৪ হাজার ৯৮৮ ডলার চুয়েছে।

ব্যাংক অব আমেরিকার (বিওএফএ) কৌশলবিদ মাইকেল উইডমারের হিসাবে, রুপার ন্যায্য দাম প্রায় ৬০ ডলার হওয়া উচিৎ। তার মতে, সৌর প্যানেল প্রস্তুতকারকদের চাহিদা সম্ভবত ২০২৫ সালেই চূড়ায় পৌঁছেছে। রেকর্ড দামের চাপে সামগ্রিক শিল্প চাহিদাও এখন চাপের মুখে।

এলএসইজি’র তথ্য অনুযায়ী, ১৯৮৩ সালে রেকর্ড সংরক্ষণ শুরুর পর ২০২৫ সালেই রুপার বার্ষিক মূল্যবৃদ্ধি ছিল সর্বোচ্চ।

সূত্র: রয়টার্স