
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও তার স্বামী অভিনেতা ভিকি কৌশল প্রথমবারের মতো মা–বাবা হতে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন চললেও এবার নিজেরাই সুখবরটি প্রকাশ করেছেন এ তারকা দম্পতি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান ক্যাটরিনা। পোস্টে তাদের একান্ত মুহূর্তের ছবি শেয়ার করা হয়েছে, যেখানে ক্যাটরিনার বেবি বাম্প স্পষ্ট দেখা যাচ্ছে এবং পাশে দাঁড়িয়ে সেদিকে ভালোবাসায় তাকিয়ে আছেন ভিকি।
ক্যাপশনে লেখা হয়েছে—আনন্দ আর কৃতজ্ঞতায় ভরা হৃদয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি আমরা।” খবরটি প্রকাশের পর মুহূর্তেই ভক্ত–শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভরে ওঠে মন্তব্যের ঘর।
এর আগে গুজব ছড়ালেও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি ক্যাটরিনা ও ভিকি। এমনকি ক্যাটরিনা বেশ কিছুদিন লাইমলাইট থেকে দূরেই ছিলেন। জানা গেছে, সন্তান জন্মের পর তিনি দীর্ঘ মাতৃত্বকালীন বিরতিতে যাবেন এবং পুরোটা সময় পরিবারকে দেবেন।
উল্লেখ্য, ২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় জাঁকজমক আয়োজনে বিয়েবন্ধনে আবদ্ধ হন এ তারকা জুটি।
Comments