Image description

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া তার সর্বশেষ সিনেমা ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর ‘গফুর’ গানটিতে নেচে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। তার এই নাচ এতটাই ভাইরাল হয়েছে যে, অনেকেই তাকে বলিউডের নতুন ‘আইটেম ডান্স কুইন’ হিসেবে দেখতে শুরু করেছেন। তবে তামান্নার এই উত্থান ভালোভাবে নিতে পারেননি একসময়ের পরিচিত ‘আইটেম গার্ল’ রাখি সাওয়ান্ত। তিনি তামান্নাকে কটাক্ষ করে মন্তব্য করেছেন।

বলিউডের বিতর্কিত এই অভিনেত্রীর অভিযোগ, এখনকার নায়িকারাই ‘আইটেম’ গানে নাচছেন, যার ফলে প্রকৃত আইটেম নাচের আবেদন ও মাদকতা হারিয়ে যাচ্ছে। রাখির ভাষায়, "আমাদের সময়ে আইটেম গানের মধ্যে ছিল এক অন্যরকম মাদকতা। এখনকার নাচে সেই আবেগ, সেই জাদু নেই। এরা (তামান্না ও অন্যান্য নায়িকা) আমাদের দেখে দেখে নাচ শিখেছে। নায়িকা হওয়ার সময় পেরিয়ে গেলে এখন এরা আমাদের পেটে লাথি মেরে আইটেম নাচ করছে। ওদের লজ্জা হওয়া উচিত!"

রাখি আরও দাবি করেন, "আসল আইটেম নাচ তো আমিই নেচেছিলাম। এবার আমি নায়িকা হব।" তামান্না ভাটিয়া এর আগেও ‘আজ কি রাত’ এবং ‘কাবালা’ গানে নেচে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। তার সর্বশেষ ‘গফুর’ গানটি বলিউডজুড়ে নতুন উন্মাদনা ছড়িয়েছে। তবে এই নাচের মাধ্যমেই তিনি বিতর্কের মুখে পড়লেন।

রাখির অভিযোগের জবাবে তামান্না এখনও কোনো মন্তব্য করেননি। তবে ভক্তরা মনে করছেন, তামান্না ‘আইটেম ডান্স’-এর সংজ্ঞা বদলে দিয়েছেন— তিনি গ্ল্যামারের পাশাপাশি আত্মবিশ্বাস, সাহস এবং নিজের প্রতি ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন।

এক অনুষ্ঠানে এক নারী তাকে প্রশংসা করে বলেছিলেন, "তোমার নাচে শক্তি আছে, আত্মবিশ্বাস আছে— এই জন্যই তুমি অনন্য।" তামান্না নিজেও নিজেকে কখনো 'পৃথুল' বলে ভাবেননি, বরং তার মতে, "আমি যেমন আছি, তাতেই আমি সুন্দর।"

এখন বলিউডে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে— ‘আইটেম কুইন’ উপাধি কি রাখির দখলেই থাকবে, নাকি ছিনিয়ে নেবেন তামান্না?