Image description

লক্ষ্মীপুরের রায়পুরে এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে রায়পুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তওহিদ ইসলাম, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরশাদ আলী, রায়পুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আ.ন.ম নিজাম উদ্দীন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঈনুল ইসলাম। রায়পুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আমিন ভূঁইয়া দুলাল, নুরউদ্দিন জাবেদ, এসএম জাকির হোসেন, চৌধুরী খোরশেদ আলম রনী, প্রদীপ কুমার রায়, মাহমুদ সানি, সহ আরও অনেকে।

অনুষ্ঠানে ৭৪ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে বলেন, এ অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি রায়পুরের শিক্ষাক্ষেত্রের গৌরব। ভবিষ্যতে আরও বড় সাফল্যের জন্য শিক্ষার্থীদের মনোযোগী ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তাঁরা।