Image description

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, এই দেশ কৃষিনির্ভর, কৃষকদের অধিকার রক্ষায় আমরা কাজ করছি এবং আগামীতেও কৃষকদের স্বার্থে আন্দোলন চালিয়ে যাবো।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মটুকচরে ৯ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, "দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে জনগণের আস্থা অর্জন করতে হবে ইতিবাচক মনোভাব ও কার্যকর কর্মসূচির মাধ্যমে।"

শহিদুল ইসলাম বাবুল বলেন, "মানুষের মন জয় করতে হলে ভয়-ভীতি নয়, ভালোবাসা এবং আন্তরিকতা দিয়ে এগোতে হবে। রাজনীতি মানুষের কল্যাণে, তাদের পাশে দাঁড়ানোর জন্য। সেখানে ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।"

তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, রাজনৈতিক অঙ্গনে সহনশীলতা বজায় রেখে সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে।

সদরপুর উপজেলা তাঁতীদলের সভাপতি আঃ সত্তার বেপারীর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, যুগ্ম-আহবায়ক কে.এম আবু সাঈদ, ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, হারুনুর রশিদ ঢালীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।