Image description

লিউড অভিনেত্রী শিল্পা শেঠি এবং তার স্বামী রাজ কুন্দ্রা বর্তমানে ৬০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলায় অভিযুক্ত হয়ে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার সম্মুখীন। এমন পরিস্থিতিতে তাদের রেস্তোরাঁ ব্যবসা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি লেখিকা শোভা দে শিল্পা-রাজের মুম্বাইয়ের বিলাসবহুল রেস্তোরাঁ ‘বাস্তিয়ান’-এর এক রাতের আয় নিয়ে মন্তব্য করেছেন। তিনি জানান, প্রায় ২১ হাজার বর্গফুট জায়গা জুড়ে নির্মিত এই রেস্তোরাঁটিতে প্রতি রাতে প্রায় ১,৪০০ অতিথি আসেন এবং একসঙ্গে ৭০০ জন বসতে পারেন। আগত অতিথিরা খাবার ও পানীয়তে লাখ লাখ রুপি খরচ করেন, যার ফলে রেস্তোরাঁটির এক রাতের আয় ২ থেকে ৩ কোটি রুপি পর্যন্ত দাঁড়ায়।

এই তথ্য প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠেছে, যে রেস্তোরাঁ এক রাতেই কোটি টাকা আয় করে, সেই শিল্পা-রাজ দম্পতি আদালতের নির্দেশিত জরিমানা পরিশোধে কেন অপারগ?

উল্লেখ্য, চলতি বছরের আগস্টে মুম্বাইয়ের এক ব্যবসায়ী শিল্পা ও রাজের বিরুদ্ধে ৬০ কোটি রুপির প্রতারণার অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলার শুনানিতে মুম্বাই হাইকোর্ট দম্পতিকে তিরস্কার করে জানায় যে, জরিমানার টাকা পরিশোধ করলেই তাদের বিদেশ ভ্রমণের অনুমতি মিলবে।