Image description

ফরিদপুরের নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে আয়োজিত একটি বিচারগানের অনুষ্ঠান ইসলাম পরিপন্থী অভিযোগের মুখে বন্ধ করে দিয়েছে প্রশাসন। একই সঙ্গে, অনুষ্ঠান উপলক্ষে নির্মিত প্যান্ডেলটিও খুলে ফেলা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই নির্দেশ দেন। একদিনের জন্য ঘোষিত এই অনুষ্ঠানটি আর হতে পারেনি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, তালমা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সলেমান ফকিরের উদ্যোগে গত বুধবার এই বিচারগানের আয়োজন করা হয়েছিল। দুই দিন ধরে এলাকায় মাইকিং করা হয় এবং প্যান্ডেল ও মঞ্চ নির্মাণসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়। বিচারগান অনুষ্ঠান প্রাঙ্গণে বিভিন্ন দোকানও বসেছিল। কিন্তু অনুষ্ঠান শুরুর ঠিক আগ মুহূর্তে তা বাতিল হয়ে যায়।

তালমা ইউপির আট নম্বর ওয়ার্ডের সদস্য সলেমান ফকির জানান, স্থানীয়দের অনুরোধে তিনি একদিনের জন্য এই বিচারগানের আয়োজন করেছিলেন। তিনি বলেন, "এ ধরনের আয়োজন এ এলাকায় অনেক আগে থেকে হয়ে আসছে। এখানে আমি কোনো দোষের কিছু দেখি না।" তিনি অভিযোগ করেন যে, কিছু মুসল্লি গানের অনুষ্ঠানটিকে যাত্রাপালা হিসেবে প্রচার করে ইউএনওকে দিয়ে অনুষ্ঠান বন্ধ করিয়ে দিয়েছেন এবং প্রশাসনের নির্দেশে প্যান্ডেলও খুলে ফেলা হয়েছে। ইউপি সদস্য সলেমান ফকির আরও দাবি করেন যে, তিনি এই গান আয়োজনের ব্যাপারে ইউএনও এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েছিলেন।

তবে নগরকান্দা থানার ওসি রেজাউল করিম এই দাবি অস্বীকার করে বলেন, "বিচারগান আয়োজনের জন্য আমার কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। ইউএনও আমার কাছে সহযোগিতা চান। আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সহায়তা করি।"

বিচারগানের আয়োজন বন্ধ করে দেওয়া ও প্যান্ডেল খুলে ফেলার সত্যতা নিশ্চিত করে ইউএনও দবির উদ্দিন বলেন, "এ সব গানের জন্য আগে থেকে জেলা প্রশাসকের অনুমতি নিতে হয়। এটি একদিনের ব্যাপার বিধায় আমরা তেমনটা গুরুত্বের সঙ্গে দেখিনি।"

তিনি জানান, বুধবার বিকেলে দেড় শতাধিক ব্যক্তি তার কাছে এসে অভিযোগ করেন যে, এই আয়োজন ইসলাম পরিপন্থী এবং এটি বন্ধ না করা হলে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। 

ইউএনও বলেন, "এ অনুষ্ঠান নিয়ে প্রতিবাদ আসার বিষয়টি আমি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসককে জানাই। পরে জেলা প্রশাসকের পরামর্শ এবং অনুমতি না নিয়ে আয়োজন করায় তা বন্ধ করে দেওয়া হয়।"