Image description

নতুন ছবি 'দ্য গার্লফ্রেন্ড' মুক্তির আগেই এক বিস্ফোরক মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। আগামী ৭ নভেম্বর মুক্তি পেতে যাওয়া তার এই ছবিটির প্রচারণায় এসে অভিনেত্রী অকপটে জানালেন যে তিনি চান, পুরুষদেরও ঋতুস্রাব হোক!

সম্প্রতি 'দ্য গার্লফ্রেন্ড' ছবির প্রচারে রাশমিকা জগপতি বাবুর 'জয়াম্মু নিশ্চয়াম্মু রা' শোতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন। সেখানেই সঞ্চালক জগপতি বাবু অভিনেত্রীর স্কুল জীবনের একটি অভিযোগের প্রসঙ্গ তুলে মজার ছলে জানতে চান যে তিনি কি সত্যিই চাইতেন পুরুষদের পিরিয়ড হোক? জবাবে রাশমিকা দ্ব্যর্থহীনভাবে সম্মতি জানান। তার মতে, পুরুষদেরও এই অভিজ্ঞতা হওয়া উচিত, যাতে তারা বুঝতে পারেন এই সময় নারীদের কতটা যন্ত্রণা ভোগ করতে হয়।

রাশমিকার এই বক্তব্য যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল ফেলেছে, তেমনই বহু মানুষের কাছে প্রশংসিতও হয়েছে। 'অ্যানিম্যাল' খ্যাত এই নায়িকা বলেন, "আমি চাই পুরুষদেরও ঋতুস্রাব হোক। তখনই কেবল ওরা বুঝতে পারবেন ঠিক কতটা যন্ত্রণা হয়। প্রতি মাসে নারীদের কতটা অস্বস্তি, অসুবিধায় পড়তে হয়। কিভাবে সব সামলাতে হয়।"

ওই শোতে রাশমিকার হাতের আংটিও নজর কেড়েছে। যখন রাশমিকা দর্শকদের উদ্দেশে হাত নাড়াচ্ছিলেন, তখন তার হাতের আংটিটি ঝলমল করে ওঠে। এটি দেখে জগপতি বাবু মজা করে বলেন, "তোমার জীবনে এত বিজয়! বিজয় দেবেরাকোন্ডা বন্ধু হয়, বিজয় সেতুপতি... ভক্ত, বিজয় থালাপতি... চিরকালের ভক্ত। মনে হচ্ছে তুমি বিজয় আর বিজয়ম (সাফল্য) দুটোই দখল করে নিয়েছ।" সঞ্চালকের এই কথা শুনে লজ্জায় লাল হয়ে যান রাশমিকা।

প্রসঙ্গত, 'দ্য গার্লফ্রেন্ড' ছবিতে রাশমিকা মান্দানার বিপরীতে অভিনয় করেছেন দীক্ষিত শেট্টি। রাহুল রবীন্দ্রন পরিচালিত এই ছবিটি নিয়ে পরিচালকের দাবি, মুক্তির পর মেয়েরা নাকি নতুন করে তাদের প্রেমিকদের বিচার করতে ও বুঝতে শিখবেন। রাশমিকার হাতে বর্তমানে 'মাইসা' নামক একটি নারীকেন্দ্রিক বলিউড প্রজেক্ট রয়েছে। এছাড়া আগামীতে তিনি বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে একটি পিরিয়ড অ্যাকশন ছবিতেও কাজ করবেন।