২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বই হামলা, চলতি বছরের পহেলগাঁও হামলা ও সম্প্রতি দিল্লি বিস্ফোরণে নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। শনিবার গ্লোবাল পিস অনার্স ২০২৫ এ যোগ দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদনের সঙ্গে শান্তির ডাক দেন কিং খান।
দিব্যাজ ফাউন্ডেশনের আয়োজনে অমৃতা ফাডনভিসের উদ্যোগে স্মরণসভায় হামলার শহীদ পরিবারের সদস্য, জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের কূটনীতিক ও ভারতের শিল্পীরা অংশ নেন।
মঞ্চে বক্তব্য দেওয়ার সময় শাহরুখ খান হামলায় প্রাণ হারানো সাধারণ মানুষ এবং নিরাপত্তা বাহিনীর প্রতি সম্মান জানান। তিনি বলেন, ‘২৬/১১ হামলা, পাহালগাম হামলা ও সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণে নিহত নিরীহ মানুষদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। এসব হামলায় শহীদ হওয়া আমাদের সাহসী নিরাপত্তা সদস্যদের প্রতি রইল সম্মান ও সালাম।’
অনুষ্ঠানে সৈনিকদের উদ্দেশে লেখা চারটি লাইন আবৃত্তি করে শোনান শাহরুখ। বলেন, ‘যদি কেউ জিজ্ঞেস করে তুমি কী করো, তবে গর্ব করে বলো- আমি দেশ রক্ষা করি। কেউ যদি জিজ্ঞেস করে কত উপার্জন করো, হেসে বলো- আমি ১৪০ কোটি মানুষের দোয়া অর্জন করি। আর যদি তারা জিজ্ঞেস করে- ভয় পাও না? তাদের চোখে চোখ রেখে বলো- যারা আমাদের আক্রমণ করে, তারাই ভয় পায়।’
একতা ও মানবিকতার গুরুত্ব তুলে ধরে শাহরুখ বলেন, ‘মানবতার পথেই আমাদের অটল থাকতে হবে এবং দেশ রক্ষার্থে শহীদ হওয়া সেনা সদস্যদের ত্যাগকে সম্মান জানিয়ে যেতে হবে।’
জাতি, ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে এক হয়ে শান্তির পথে হাঁটা উচিত বলে মনে করেন শাহরুখ। শাহরুখ বলেন, ‘আসুন আমরা সবাই মিলে শান্তির পথে হাঁটি। জাতি-ধর্ম-গোত্রের ভেদাভেদ ভুলে মানবতার পথেই এগিয়ে যাই, যাতে শহীদদের আত্মত্যাগ বৃথা না যায়। দেশের ভেতর শান্তি থাকলে ভারতকে কোনো শক্তিই নড়াতে পারবে না। শহীদদের প্রাণ বিসর্জনও বিফলে যাবে না।’
গেটওয়ে অব ইন্ডিয়ায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শাহরুখ খান ছাড়াও উপস্থিত ছিলেন নীতা আম্বানি, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনভিস, অমৃতা ফাডনভিস, টাইগার শ্রফ, অঙ্কাক্ষা মালহোত্রা, কৃষ্ণশঙ্কর সিং, মনীষা কৈরালা, বিক্রান্ত ম্যাসি, অর্চনা কচ্ছারসহ আরও অনেকে। সূত্র: এনডিটিভি




Comments