Image description

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা বাজার ও উত্তর গড়ামি গ্রামে অবৈধভাবে কৃষিজাত বিভিন্ন ঔষধ ও কীটনাশক প্রস্তুতকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। আজ রবিবার সকালে সেনাবাহিনী, পুলিশ ও কৃষি বিভাগের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সম্পূর্ণ অবৈধভাবে কীটনাশক প্রস্তুতের বিভিন্ন কাঁচামাল, রাসায়নিক পদার্থ ও উৎপাদন সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় অবৈধ উৎপাদনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। 

পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃতদেরকে দণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।