রায়হান রাফীর ‘আন্ধার’ সিনেমার কাজ শেষ হতে না হতেই নতুন সিনেমার খবর দিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। ‘রাক্ষস’ নামের এই সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। শাকিব খানের পর এবারই প্রথম সিয়ামের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা।
শুরুর দিকে এই সিনেমায় নায়িকা হিসেবে প্রার্থনা ফারদিন দীঘি ও সাবিলা নূরের নাম শোনা গেলেও, শেষ পর্যন্ত ইধিকা পালকেই চূড়ান্ত করা হয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়, যার আগের সিনেমা ‘বরবাদ’-এও নায়িকা ছিলেন ইধিকা।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, চলতি মাসেই ঢাকায় শুরু হবে ‘রাক্ষস’-এর শুটিং। এরপর শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার বিভিন্ন মনোরম লোকেশনে ছবির বাকি অংশের চিত্রায়ণ হবে। আন্তর্জাতিক মান ও আধুনিক অ্যাকশনের সমন্বয়ে বড় বাজেটের এই ছবিটি আগামী ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা রয়েছে।




Comments