সাদা চুলে খিলাড়ি অক্ষয়ের চমক: ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ দেখা যাবে দ্বৈত চরিত্রে
দীর্ঘ ১৮ বছর পর জনপ্রিয় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে পর্দায় ফিরছেন অক্ষয় কুমার। বড়দিন উপলক্ষে গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়ায় ছবির একটি ৩১ সেকেন্ডের বিশেষ ভিডিও পোস্ট করে ভক্তদের বড় চমক দিয়েছেন বলিউডের এই ‘খিলাড়ি’।
প্রকাশিত ভিডিওতে অক্ষয় কুমারকে দেখা গেছে একেবারে ভিন্ন ও রহস্যময় লুকে। সাদা চুলে বয়স্ক অবতারে হাজির হয়ে তিনি দর্শকদের কৌতূহল বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। ছবির সবচেয়ে বড় চমক হলো—অক্ষয়কে এখানে দ্বৈত চরিত্রে এবং দুটি ভিন্ন বয়সের লুকে দেখা যাবে।
ভিডিওতে শিল্পীদের দুটি দলে ভাগ হয়ে থাকতে দেখা যায়। এক দলের নেতৃত্বে রয়েছেন প্রবীণ বা বয়স্ক অক্ষয়, যার সঙ্গে আছেন রাভিনা ট্যান্ডন, আরশাদ ওয়ারসি, সুনীল শেঠি ও তুষার কাপুর। অন্য দলে দেখা গেছে তরুণ অক্ষয় ও দিশা পাটানিকে। দুই অক্ষয়ের দলের এই লড়াই ও গল্পের বৈচিত্র্য দেখতে দর্শকদের ছবি মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বড়দিনের শুভেচ্ছা জানিয়ে অক্ষয় কুমার ক্যাপশনে লিখেছেন, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর পক্ষ থেকে সবাইকে বড়দিনের শুভেচ্ছা। আমাদের ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। সবার হাড়ভাঙা পরিশ্রমের ফসল এই সিনেমাটি ২০২৬ সালে মুক্তি পেতে যাচ্ছে।’
২০২৩ সালে ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি হিসেবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর ঘোষণা দেওয়া হয়। একঝাঁক তারকা সমৃদ্ধ এই ছবিটি নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে প্রবল উত্তেজনা কাজ করছে।




Comments