Image description

ভারতের দক্ষিণী সিনেমার জাঁদরেল অভিনেতা থালাপতি বিজয় দীর্ঘ ৩৩ বছরের উজ্জ্বল অভিনয় ক্যারিয়ারের ইতি টানলেন। তাঁর জীবনের শেষ সিনেমা ‘জন নায়াগান’-এর নতুন গান প্রকাশের দিনে ভক্তদের উদ্দেশে আবেগী বার্তা দিয়েছেন তিনি। শনিবার (২৭ ডিসেম্বর) মালয়েশিয়ার বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে এই মহাতারকার সিনেমার ক্যারিয়ারে বিদায় দিতে হাজির হন প্রায় ৯০ হাজার ভক্ত।

ওই দিন নিজের অভিনীত শেষ সিনেমার গান প্রকাশের পর বিজয় থালাপতি বলেন, ‘শ্রীলঙ্কার পর মালয়েশিয়াতেই বিশ্বের সবচেয়ে বড় তামিল জনগোষ্ঠীর বসবাস। ‘বিলা’, ‘কাভালান’ এবং ‘কুরুবি’-র মতো অনেক জনপ্রিয় সিনেমার শুটিং এই মাটিতেই হয়েছে। এতদিন মানুষ আমার জন্য সিনেমা হলে এসে দাঁড়িয়েছেন। এবার আমার পালা তাঁদের জন্য দাঁড়ানোর।’

তিনি আরও বলেন, ‘ক্যারিয়ারের শুরুতে অনেক সমালোচনা সইলেও ভক্তরাই আমাকে ‘বালুর ঘর’ থেকে আজকের এই ‘প্রাসাদে’ পৌঁছে দিয়েছেন। তাই আগামী ৩০-৩৩ বছর মানুষের পাশে দাঁড়িয়ে ভক্তদের এই ভালোবাসার ঋণ শোধ করতে চাই।’

অভিনয় জীবনে সফল হওয়ার মূলমন্ত্রও তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। বিজয় বলেন, ‘জীবনে সফল হতে বন্ধুর চেয়েও শক্তিশালী শত্রুর বেশি প্রয়োজন। একজন শক্ত প্রতিদ্বন্দ্বীই আপনাকে আরও শক্তিশালী করে গড়ে তুলবে। কাউকে কষ্ট দেবেন না, কাউকে আঘাত করবেন না। ছোট একটি সাহায্য বা ভালো কাজ ভবিষ্যতে আপনাকে সাহায্য করবে।’

অনুষ্ঠানের শেষে তিনি ভক্তদের জন্য ‘থালাপতি কাচেরি’ গানে নৃত্য পরিবেশন করেন।

উল্লেখ্য, নতুন বছরে ৯ জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পাবে থালাপতি অভিনীত শেষ সিনেমা ‘জন নায়াগান’, যা পরিচালনা করেছেন এইচ বিনোথ। এই সিনেমায় নায়কের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল ও মামিথা বাইজু।

প্রসঙ্গত, রাজনীতিতে যোগ দেয়ায় অভিনয় থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন থালাপতি বিজয়। গত বছর তিনি নিজস্ব রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে) গঠন করেন এবং আগামী তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।