Image description

ফুরিয়ে আসছে ২০২৫ সাল। বছরটি বিনোদন জগতের অনেক তারকার জন্য প্রেম-পরিণয়ের আনন্দ নিয়ে এলেও, অনেকের জীবনে বেজেছে বিচ্ছেদের সানাই। দীর্ঘদিনের সংসার কিংবা গভীর প্রেম—বছরের বিভিন্ন সময়ে ভেঙে গেছে অনেক তারকার ঘর। ঢালিউড থেকে হলিউড, ফিরে দেখা যাক ২০২৫ সালের আলোচিত সেই বিচ্ছেদগুলো।

বাংলাদেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা এ বছর তার দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। প্রায় ছয় বছর আগে ভালোবেসে গোলাম মোহাম্মদ ইফতেখার গহিনকে বিয়ে করেছিলেন তিনি। বনিবনা না হওয়ায় গত ১৬ জুন আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ ঘটে।

সংগীতশিল্পী হৃদয় খানও এ বছর তার তৃতীয় বিয়ের বিচ্ছেদের খবর জানিয়েছেন। ২০১৭ সালে হুমায়রার সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। সাত বছরেরও বেশি সময় ধরে চলা সেই সম্পর্কের অবসান ঘটে গত ১৯ ফেব্রুয়ারি।

অন্যদিকে, অভিনেতা রাশেদ মামুন অপুর ঘর ভেঙেছে প্রায় ছয় বছর আগে। তবে বিষয়টি গোপন ছিল। গত ১৪ ডিসেম্বর তার প্রাক্তন স্ত্রী ও সংবাদপাঠিকা মমরেনাজ মোমো বিষয়টি প্রকাশ্যে আনলে শোবিজ পাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভারতের বিনোদন ও ক্রীড়াঙ্গনে বড় ধাক্কা হয়ে আসে নৃত্যশিল্পী ধনশ্রী ভার্মা ও ক্রিকেটার যুজবেন্দ চাহালের বিচ্ছেদ। ২০২০ সালে বিয়ে করা এই জুটি গত মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যান। বিচ্ছেদের আগে তারা প্রায় ১৮ মাস আলাদা ছিলেন বলে জানা যায়।

বলিউডের অন্যতম আলোচিত জুটি ছিলেন তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা। ২০২৩ সাল থেকে তাদের প্রেম নিয়ে চর্চা থাকলেও ২০২৫ সালের শুরুর দিকেই তারা সম্পর্ক ভেঙে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দেন।

পশ্চিমা বিনোদন জগতে সবচেয়ে আলোচিত বিচ্ছেদ ছিল পপ তারকা কেটি পেরি ও অভিনেতা অরল্যান্ডো ব্লুমের। ৯ বছরের দীর্ঘ সম্পর্কের পর বছরের মাঝামাঝিতে তারা আলাদা হয়ে যান। বর্তমানে কেটি পেরি কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে জানা গেছে।

কোল্ডপ্লে ব্যান্ডের গায়ক ক্রিস মার্টিন ও অভিনেত্রী ডাকোটা জনসনের নড়বড়ে সম্পর্কটিও এ বছর চূড়ান্ত পরিণতির দিকে যায়। এ ছাড়া ক্যারিয়ারের চাপের কারণে সঙ্গী জোনাথন ড্যাভিনোর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী সিডনি সুইনি।

পাকিস্তানের তারকা অঙ্গনে সবচেয়ে দ্রুততম বিচ্ছেদ ছিল সাবান উমাইস ও আবির আসাদ খানের। বিয়ের মাত্র সাত মাসের মাথায় গত সেপ্টেম্বর মাসে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন। এত অল্প সময়ে বিচ্ছেদের খবর ভক্তদের রীতিমতো অবাক করেছে।

বছরজুড়ে তারকাদের এসব বিচ্ছেদের খবর ভক্তদের মাঝে যেমন মন খারাপের মেঘ জমিয়েছে, তেমনি প্রমাণ করেছে যে গ্ল্যামার দুনিয়ার বাইরের জীবনটা সব সময় মসৃণ নয়। সম্পর্কের ভাঙা-গড়ার মধ্য দিয়েই তারকারা বিদায় জানাচ্ছেন ২০২৫ সালকে।

মানবকন্ঠ/আরআই