Image description

২০২৬ সালের প্রথম দিনেই বড় ধরনের বিভ্রাটের মুখে পড়লো জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। বহুল প্রতীক্ষিত সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর পঞ্চম ও শেষ মৌসুমের অন্তিম পর্বটি দেখার জন্য বিশ্বজুড়ে ভক্তদের প্রবল চাপের মুখে অচল হয়ে পড়ে এর সার্ভার।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে সিরিজটির শেষ পর্ব মুক্তি পাওয়ার এক মিনিটের মধ্যেই কয়েক লাখ ব্যবহারকারী একসঙ্গে লগ-ইন করার চেষ্টা করেন। এতে নেটফ্লিক্সের সার্ভার সাময়িকভাবে ক্র্যাশ করে। ব্যবহারকারীরা তাদের স্ক্রিনে জনপ্রিয় শো ‘নেইল্ড ইট!’-এর একটি ছবিসহ ত্রুটি বার্তা দেখতে পান, যেখানে লেখা ছিল— ‘কিছু একটা সমস্যা হয়েছে। আপনার অনুরোধটি সম্পন্ন করতে আমরা সমস্যায় পড়ছি।’ তবে কয়েকবার রিফ্রেশ করার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

এর আগে গত বছরের ২৬ নভেম্বর যখন এই সিজনের প্রথম চারটি পর্ব মুক্তি পায়, তখনও একই ধরনের কারিগরি সমস্যা দেখা দিয়েছিল। ওই সপ্তাহে সিরিজটি ৫ কোটি ৯৬ লাখ ভিউ নিয়ে ইংরেজি ভাষার সিরিজের ইতিহাসে রেকর্ড গড়েছিল। সবশেষ ২২ থেকে ২৮ ডিসেম্বরের হিসেবেও সিরিজটি ৩ কোটি ৪৫ লাখ বার দেখা হয়েছে, যা নেটফ্লিক্সের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সাপ্তাহিক রেকর্ড।

অনলাইনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ৬২০টি প্রেক্ষাগৃহে ইংরেজি নববর্ষের আগের রাতে সিরিজটির ফাইনাল পর্বটি প্রদর্শিত হচ্ছে। এর জন্য ইতিমধ্যে ১১ লাখ দর্শক নিবন্ধন করেছেন এবং ৩,৫০০টি শো সম্পূর্ণ হাউজফুল হয়ে গেছে।

দীর্ঘ ১০ বছরের এই রোমাঞ্চকর যাত্রা নিয়ে সিরিজের সহ-নির্মাতা রস ডাফার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন এক পোস্ট দিয়েছেন। তিনি তার ভাই ম্যাট ডাফারের সঙ্গে একটি ছবি শেয়ার করে লেখেন, “১০ বছরের এই যাত্রা একসঙ্গে শেষ করার এটাই সবচেয়ে সুন্দর উপায়। লস অ্যাঞ্জেলেসে হয়তো আপনাদের কারও সঙ্গে দেখা হবে।”

ভক্তদের এই অভূতপূর্ব উন্মাদনা প্রমাণ করে দিচ্ছে যে, ‘স্ট্রেঞ্জার থিংস’ কেবল একটি সিরিজ নয়, বরং এটি সমসাময়িক পপ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।

মানবকন্ঠ/আরআই