ক্লোজআপ ওয়ান তারকা কণ্ঠশিল্পী সালমার ব্যক্তিগত জীবন নিয়ে গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে নানা আলোচনা চলছে। দ্বিতীয় স্বামী সানাউল্লাহ নূরের সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর এবার নিজের বড় মেয়ে স্নেহাকে নিয়ে একটি দীর্ঘ ও আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন এই গায়িকা।
৩১ ডিসেম্বর ছিল সালমার বড় মেয়ে স্নেহার জন্মদিন। এই বিশেষ দিনটিতেই নিজের ফেসবুক ওয়ালে মেয়ের প্রতি ভালোবাসা ও জীবনের কঠিন বাস্তবতার কথা তুলে ধরেন তিনি। সালমা লিখেছেন, “আজকে আমার স্নেহার জন্মদিন, আমার বড় কন্যার। তুমি আমার প্রথম সন্তান। এই দিনে আমার কোল আলো করে এসেছিলে তুমি। তোমার মুখটা দেখার পর জীবন আমার পরিপূর্ণ হয়েছিল।”
খুব অল্প বয়সে মা হওয়ার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি বলেন, “খুব ছোট বয়সে মা হয়েছিলাম, আমি নিজে তখন বাচ্চা ছিলাম। তোমাকে কেমন করে কোলে নেব, নরম শরীরে ব্যথা পাও যদি—কী যে করেছি পাগলামি, আমি জানি শুধু আর তোমার নানি জানে।”
বর্তমানে সালমার দুই মেয়ে—বড় মেয়ে স্নেহা এবং ছোট মেয়ে সাফিয়া। বিচ্ছেদের এই কঠিন সময়ে দুই মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত মা সালমা তাদের উদ্দেশ্যে লিখেছেন, “মাগো, এই নিষ্ঠুর দুনিয়াতে আমি কিছুই চাই না। এখন চাই তুমি আর তোমার বোন সাফিয়া সব সুখ-শান্তি পাও এই জীবনে। নিজেকে এমনভাবে তৈরি করবে যাতে তোমার চলার রাস্তা সহজ হয়। নিজেকে আলো হিসেবে তৈরি করবে যাতে বিপদ আসলে পথ দেখে চলতে পারো। অন্যকে বিশ্বাস করে আলো বানাবে না। অন্ধকারে সে ফেলে গেলে জীবন চলতে কঠিন হবে।”
উল্লেখ্য, ২০১১ সালে দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের সঙ্গে বিয়ে হয়েছিল সালমার। সেই সংসারের একমাত্র সন্তান স্নেহা। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এর তিন বছর পর আইনজীবী সানাউল্লাহ নূরেকে বিয়ে করেন তিনি। সম্প্রতি বিয়ের সাত বছরের মাথায় সানাউল্লাহ সালমার সঙ্গে বিচ্ছেদের খবরটি প্রকাশ করেন।
দ্বিতীয় সংসার ভাঙার এই গুঞ্জনের মধ্যেই সালমার এমন পোস্ট ভক্তদের হৃদয়ে নাড়া দিয়েছে। অনেকেই মন্তব্যের ঘরে সালমার সাহসের প্রশংসা করেছেন এবং দুই মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
মানবকন্ঠ/আরআই




Comments