Image description

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুজাহিদ ফয়সাল এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন হাফেজ মেহেদী হাসান। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের উপস্থিতিতে আয়োজিত ‘সদস্য সমাবেশে’ গোপন ব্যালটের মাধ্যমে নতুন সভাপতি নির্বাচন করা হয়। কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মুজাহিদ ফয়সালকে সভাপতি হিসেবে ঘোষণা করেন শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। এরপর তিনি নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

পরবর্তীতে গঠনতন্ত্র অনুযায়ী সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মুজাহিদ ফয়সাল শাখা সেক্রেটারি হিসেবে হাফেজ মেহেদী হাসানের নাম মনোনীত করেন।

সংগঠন সূত্রে জানা গেছে, নবনির্বাচিত সভাপতি মুজাহিদ ফয়সাল এর আগে শাখা সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী এবং বর্তমানে এমফিলে অধ্যয়নরত আছেন। অন্যদিকে, মনোনীত সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী।

সদস্য সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ইব্রাহিম হোসেন, সদ্য বিদায়ী সভাপতি মোস্তাকুর রহমান জাহিদসহ শাখা সদস্যবৃন্দ। নতুন নেতৃবৃন্দ দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে জানানো হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর