Image description

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঢালিউডে বইছে নতুন সিনেমার হাওয়া। এর মধ্যে অন্যতম আলোচিত সিনেমা মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’। গত মাসে শুটিং শুরু হওয়া এই সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার এক নতুন চমক নিয়ে শ্রীলংকা পাড়ি দিচ্ছে পুরো ‘রাক্ষস’ টিম।

৪ জানুয়ারি সিনেমার প্রধান নায়ক সিয়াম আহমেদ ও টালিউডের সুস্মিতা চ্যাটার্জিসহ পুরো ইউনিট শ্রীলংকায় যাচ্ছে। সেখানে টানা দুই সপ্তাহ চলবে সিনেমার দৃশ্যধারণ। বিদেশের এই শুটিং শিডিউল শেষে ঢাকা ফিরেই ক্যামেরার কাজ শেষ করা হবে বলে জানা গেছে।

পরিচালক সূত্রে জানা গেছে, ‘রাক্ষস’ মূলত অন্ধকার জগতের এক পৈশাচিক ও মারকুটে আখ্যান। দেশীয় সিনেমায় সচরাচর দেখা যায় না এমন ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ থাকছে এই ছবিতে। তবে সবচেয়ে বড় চমক হচ্ছে সিনেমার ভিলেন চরিত্রটি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শ্রীলংকার শুটিং ইউনিটে যোগ দিচ্ছেন একজন নামকরা বলিউড অভিনেতা। নির্মাতারা দর্শকদের জন্য এই খবরটি আপাতত ‘সারপ্রাইজ’ হিসেবে রাখতে চেয়েছেন।

নতুন বছরের শুরুতেই নিজের ভক্তদের বড় প্রতিশ্রুতি দিয়েছেন সিয়াম আহমেদ। তার আসন্ন কাজগুলো নিয়ে তিনি বেশ আত্মবিশ্বাসী। সিয়ামের ভাষ্যমতে, এবার তিনি পর্দায় রীতিমতো আগুন ধরাতে আসছেন। তার অভিনীত ‘রাক্ষস’, ‘আন্ধারে’ ও ‘জংলি’ সিনেমাগুলোতে দর্শকরা ভিন্ন ভিন্ন রূপে তাকে দেখতে পাবেন। ভক্তদের উদ্দেশে মজার ছলে তিনি বলেন, “প্রেক্ষাগৃহের সিট শক্ত করে ধরুন এবং পপকর্নের বক্স কাছে রাখুন, কারণ এবার ‘রাক্ষস’ আন্ধারে জংলি হয়ে উঠবে!”

মানবকন্ঠ/আরআই