বলিউড কুইন দীপিকা পাড়ুকোনকে ইদানীং মারদাঙ্গা অ্যাকশন কিংবা গুরুগম্ভীর চরিত্রে বেশি দেখা যাচ্ছে। তবে ভক্তদের জন্য সুখবর হলো, এই অভিনেত্রী আবারও তার ক্যারিয়ারের শুরুর দিকের জনপ্রিয় ঘরানা ‘রোমান্টিক কমেডি’ বা ‘রোম-কম’-এ ফিরতে চান। সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে নিজের এই ইচ্ছার কথা প্রকাশ করেছেন তিনি।
চলতি মাসেই ৪০ বছরে পা রাখতে যাওয়া দীপিকা ভক্তদের সঙ্গে এক আড্ডায় জানান, ব্যক্তিগতভাবে তিনি রোমান্টিক কমেডি সিনেমা দেখতে এবং তাতে অভিনয় করতে ভীষণ পছন্দ করেন। তবে আক্ষেপের সুরে তিনি বলেন, বর্তমান সময়ে ইন্ডাস্ট্রিতে এই ধরনের মিষ্টি প্রেমের গল্পের চিত্রনাট্য ও প্রযোজকের বেশ অভাব রয়েছে। তার টিম নিয়মিত এমন গল্পের সন্ধান করলেও জুতসই কনটেন্ট পাওয়া যাচ্ছে না।
অনুষ্ঠানে ভক্তদের পক্ষ থেকে দাবি ওঠে, দীপিকা যেন তার স্বামী ও অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে নতুন কোনো রোম-কমে অভিনয় করেন। ভক্তদের এই প্রস্তাবে বেশ মজাই পেয়েছেন অভিনেত্রী। হাসতে হাসতে তিনি জানান, থিয়েটার হোক বা ওটিটি—ভালো চিত্রনাট্য পেলে তিনি আবারও ভালোবাসার গল্পে পর্দা মাতাতে প্রস্তুত।
উল্লেখ্য, ২০২৪ সালটি দীপিকার জন্য ছিল দারুণ সফল। ‘ফাইটার’, ‘কাল্কি ২৮৯৮ এডি’ এবং ‘সিংহাম এগেইন’-এর মতো বড় বাজেটের সিনেমায় তাকে দেখা গেছে। সামনেই আসছে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ এবং আল্লু অর্জুনের বিপরীতে অ্যাটলির নতুন সিনেমা। পেশাদার জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সুসময় পার করছেন তিনি; গত সেপ্টেম্বরেই মা হয়েছেন এই তারকা।
সূত্র: হিন্দুস্তান টাইমস
মানবকণ্ঠ/আরআই




Comments