Image description

টলিউডের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর বিয়ে নিয়ে এক সময় কম জলঘোলা হয়নি। সংগীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করায় ‘বন্ধুর ঘর ভাঙার’ তকমা জুটেছিল পরমব্রতের কপালে। দীর্ঘদিনের সেই সমালোচনা ও ট্রল নিয়ে এবার সরাসরি মুখ খুললেন অভিনেতা।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে পরমব্রত জানান, বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ও পিয়াকে নিয়ে যেভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছিল, তা তাকে রীতিমতো স্তম্ভিত করেছিল। তিনি বলেন, "বিয়ের সময় আমি একটা ‘গণ্ডারের চামড়া’ তৈরি করে নিয়েছি। আমি বুঝেছি, ব্যক্তিগত মতামত বা সমাজ-রাজনীতি নিয়ে ধারণা সবার সঙ্গে শেয়ার করে কোনো লাভ নেই, কারণ আমি দেশ বদলাতে আসিনি।"

সমালোচকদের নোংরা মন্তব্য প্রসঙ্গে অভিনেতা বলেন, "মানুষ যে এতটা নিচে নামতে পারে এবং পাবলিক ফোরামে এত কুরুচিপূর্ণ কথা লিখতে পারে, সেটা আমার ধারণার বাইরে ছিল। শুরুতে কয়েকদিন মানসিকভাবে কিছুটা ধাক্কা লেগেছিল, কিন্তু এখন আমি এসব নিয়ে আর ভাবি না। এখন নিজের কাজের ওপরই বেশি গুরুত্ব দিই।"

উল্লেখ্য, ২০১৫ সালে অনুপম রায়ের সঙ্গে পিয়া চক্রবর্তীর বিয়ে হয়েছিল। ২০২১ সালে তাদের বিচ্ছেদের পর ২০২৩ সালের নভেম্বরে আইনিভাবে পরমব্রতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পিয়া। পরবর্তীতে অনুপম রায়ও গায়িকা প্রশ্মিতা পালকে বিয়ে করেন, যার ফলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে।

মানবকণ্ঠ/আরআই