হায়দ্রাবাদের একটি জনপ্রিয় ক্যাফেতে সময় কাটাতে গিয়ে হঠাৎ ভক্তদের ভিড়ে পড়েন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও তার স্ত্রী স্নেহা রেড্ডি। পরে ভক্তদের ভিড় ও হুড়োহুড়ির মাঝে স্ত্রীকে আগলে রেখে সেখান থেকে বের হতে সক্ষম হন এই অভিনেতা।
সম্প্রতি শহরের একটি জনপ্রিয় ক্যাফেতে গেলে মুহূর্তের মধ্যেই ভক্তরা তাদের চিনে ফেলেন এবং চারপাশে ভিড় জমিয়ে দেন। খবর হিন্দুস্তান টাইমস
জানা যায়, নতুন মাল্টিপ্লেক্স ‘আল্লু সিনেমাস’-এর সফট লঞ্চ সম্পন্ন করার পর স্ত্রীকে নিয়ে ক্যাফেতে যান আল্লু অর্জুন। তবে সেখানে উপস্থিত ভক্তরা তাদের দেখামাত্রই পরিস্থিতি অপ্রত্যাশিত রূপ নেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, ক্যাফের ভেতরেই আল্লু অর্জুন ও স্নেহাকে ঘিরে ধরছেন ভক্তরা। নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।
একটি ভিডিওতে দেখা যায়, ক্যাফে কর্তৃপক্ষ দরজা খোলা রেখেছেন এবং উদ্বিগ্ন আল্লু অর্জুন হাত ধরে স্ত্রীকে কাছে টেনে ভিড়ের মধ্য দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছেন। ক্যাফে থেকে বেরোনোর পরও ভক্তদের ভিড় তাদের পিছু ছাড়েনি। গাড়ির কাছে পৌঁছাতে গিয়ে ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ি শুরু হয়। এ সময় আল্লু অর্জুন নিজের নিরাপত্তাকর্মীদের সহায়তায় ভক্তদের অনুরোধ করেন, যেন তার স্ত্রী নিরাপদে গাড়িতে উঠতে পারেন।
স্নেহা রেড্ডি গাড়িতে উঠে নিরাপদে বসার পর আল্লু অর্জুনকে ভক্তদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে দেখা যায়।
ভিডিওর মন্তব্য ঘরে তার ভক্তকুলের অনেকেই প্রশংসা করে বলেন, স্ত্রীর প্রতি আল্লু অর্জুনের দায়িত্ববোধ, সম্মান ও সুরক্ষামূলক মনোভাব সত্যিই প্রশংসনীয়। ভিড়ের মধ্যেও যেভাবে তিনি স্নেহাকে আগলে রেখেছেন, তা একজন আদর্শ স্বামী হিসেবে তার ব্যক্তিত্বেরই প্রতিফলন।




Comments